- 06 Jan 2026
- BAF SEMC
অস্থায়ী শূন্যপদ ঘোষণা
বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে অস্থায়ী ভিত্তিতে ০১ (এক) বছরের জন্য ০১ × কম্পিউটার ইন্সট্রাক্টর এবং ০১ × সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ০৮ জানুয়ারী ২০২৬ ইং তারিখ হতে ১৫ জানুয়ারী ২০২৬ ইং তারিখ (ছুটির দিন ব্যতিত) পর্যন্ত সকাল ৯:০০ ঘটিকা হতে ১৪:০০ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময় আবেদন পত্র (জীবন বৃত্তান্ত সহ সকল সার্টিফিকেট এর ফটোকপি) ও ০১ কপি পাসপোর্ট সাইজের ছবি "বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ" এর অফিস-এ জমা দিতে হবে।
Please Open PDF for More Information







